Logo

খেলাধুলা    >>   পার্থ টেস্টে ভারতের বিশাল জয়ে সিরিজে এগিয়ে গেল ভারত

পার্থ টেস্টে ভারতের বিশাল জয়ে সিরিজে এগিয়ে গেল ভারত

পার্থ টেস্টে ভারতের বিশাল জয়ে সিরিজে এগিয়ে গেল ভারত

ভারতের দ্বিতীয় ইনিংসের পরই পার্থ টেস্টের ফলাফল মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ ভারতের পেস আক্রমণের কাছে ভেঙে পড়েছিল। ভারতের পেসারদের দাপটের ফলে অস্ট্রেলিয়ার কাছে কোনো মিরাকল ছাড়া ম্যাচ বাঁচানোর সম্ভাবনা ছিল না। ভারত ইনিংস ঘোষণা করার পর শেষ বিকেলে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া মাত্র ১২ রানে ৩ উইকেট হারায়। চতুর্থ দিন ট্রাভিস হেড, মিচেল মার্শ ও অ্যালেক্স ক্যারির ব্যাটে শুধু হারের ব্যবধানই কমাতে পেরেছে অস্ট্রেলিয়া। তবে, ২৩৮ রানেই অলআউট হয়ে যাওয়ার পর ভারত ২৯৫ রানের বিশাল জয় নিয়ে পার্থ টেস্ট জিতেছে। এই জয়টি শুধু অস্ট্রেলিয়ার মাটিতেই নয়, বরং বিদেশের মাটিতেও ভারতের অন্যতম বৃহত্তম জয় হিসেবে স্বীকৃতি পেল।

ভারত প্রথম ইনিংসে ১৫০ রান করে। এর পর, অস্ট্রেলিয়া ১০৪ রানে অলআউট হয়ে ভারতের কাছে ৪৬ রানের লিড তুলে দেয়। প্রথম ইনিংসের পরই অস্ট্রেলিয়া পুরোপুরি ব্যাকফুটে চলে যায়, আর তাদের জন্য ম্যাচ বাঁচানোর কোনো সম্ভাবনা ছিল না।

দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটিং দারুণ ছিল। যশস্বী জয়সওয়াল দেড়শতাধিক রান করেন এবং বিরাট কোহলি তার ৩২তম সেঞ্চুরি তুলে নেন। ভারতের ইনিংস ৬ উইকেটে ৪৮৭ রান তুলে ঘোষণা করার পর অস্ট্রেলিয়ার সামনে ৫৩৪ রানের লক্ষ্য দাঁড়ায়।

ভারতীয় পেস আক্রমণের অবিস্মরণীয় পারফরম্যান্স ছিল অস্ট্রেলিয়ার ভাঙা ব্যাটিং লাইনআপের জন্য। বুমরাহ ও সিরাজের তোপে অস্ট্রেলিয়া ম্যাচ থেকে দ্রুতই ছিটকে পড়ে। প্রথম দিনে বুমরাহ ২টি ও সিরাজ ১টি উইকেট শিকার করেন।

চতুর্থ দিনে সিরাজ আবারও দুর্দান্ত পারফর্ম করেন। মাত্র ৭৯ রানে ৫ উইকেট হারিয়ে স্বাগতিকরা লজ্জাজনক হারের শঙ্কায় পড়ে। উসমান খাজা ও স্টিভ স্মিথ যথাক্রমে ৪ রান এবং ১৭ রানে আউট হন।

ষষ্ঠ উইকেটে ট্রাভিস হেড ও মিচেল মার্শ দুর্দান্ত ব্যাটিং করেন এবং ৮২ রান যোগ করেন। তবে হেডের বিদায়ের পর মার্শও আউট হয়ে যান। হেড ৮৯ রান করে বুমরাহর কাছে ক্যাচ দেন এবং মার্শ ৪৭ রান করে বিদায় নেন।

শেষে অ্যালেক্স ক্যারি একাই লড়ে যান, তবে তার ৩৬ রানের সংগ্রহ অস্ট্রেলিয়াকে বড় হার এড়াতে সহায়তা করেনি।

বুমরাহ প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করেন, দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়ে ম্যাচে তার ভূমিকা অমোচনীয় হয়ে ওঠে। সিরাজও ৩ উইকেট শিকার করেন। ওয়াশিংটন সুনদর ২টি এবং নিতিশ কুমার ও হারশিত রানা ১টি করে উইকেট শিকার করেন।

এই ২৯৫ রানের জয় ভারতের অস্ট্রেলিয়ার মাটিতে বৃহত্তম জয় হিসেবে রেকর্ড গড়েছে। এর আগে ১৯৭৭ সালে মেলবোর্নে ২২২ রানে জয় পেয়েছিল ভারত। এরপর ২০১৮ সালে মেলবোর্নে ১৩৭ রানে জয় পায় ভারত।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert